প্রতিবিম্ব প্রকাশ-এ কর্মখালি আছে:
মার্কেটিং অফিসার, গ্রাফিক্স ডিজাইনার / কম্পিউটার অপারেটর, ভিডিও এডিটর / কনটেন্ট ক্রিয়েটর, প্রোব রিডার / বানান নিরীক্ষক:
দেশ-বিদেশে ব্যাপক পরিচিত ও জনপ্রিয় প্রকাশনী সংস্থা “প্রতিবিম্ব প্রকাশ”-এর প্রকাশিত পুস্তক, ম্যাগাজিন, সাহিত্য পত্রিকা বাজারজাত করণের লক্ষ্যে কিছু সংখ্যক কর্মকর্তা নিম্নলিখিত পদে নিয়োগ করা হবে। আগ্রহীদের দ্রুত যোগাযোগ করতে অনুরোধ করা যাচ্ছে।
০১) মার্কেটিং অফিসার /সিনিয়র মার্কেটিং অফিসার (পার্ট টাইম)
০২) গ্রাফিক্স ডিজাইনার / কম্পিউটার অপারেটর (ফুল টাইম)
০৩) ভিডিও এডিটর / কনটেন্ট ক্রিয়েটর (পার্ট টাইম)
০৪) প্রোব রিডার / বানান নিরীক্ষক (পার্ট টাইম)
সুবিধাদি:
#পার্ট টাইম/ফুল টাইম কাজ করার সুযোগ আছে।
#কাজের যোগ্যতা ও অভিজ্ঞতানুযায়ী বেতন ও অন্যান্য সুবিধাদি আলোচনা সাপেক্ষ।
#বোনাস ও ইন্সেন্টিভ-এর সুবিধা।
#সাপ্তাহিক ছুটি।
#ছেলে-মেয়ে উভয়ের কাজের সুযোগ।
কাজের ক্ষেত্রসমূহ:
১) কালের প্রতিবিম্ব (শিল্প-সাহিত্যের কাগজ)
২) মনের মুকুরে (শিশু-কিশোর পত্রিকা)
৩) প্রতিবিম্ব প্রকাশ (পুস্তক প্রকাশক ও বিপণন সংস্থা)
৪) প্রতিবিম্ব প্রকাশ (অনলাইন পোর্টাল)
৫) প্রতিবিম্ব মিডিয়া (বিজ্ঞাপন ও ডকুমেন্টরি তৈরি), ইউটিউব ও বিভিন্ন টিভি মিডিয়া/চ্যানেলের জন্য বিজ্ঞাপন তৈরি, গুণীজনদের জীবন ভিত্তিক ডুকুমেন্টরি বানানো ইত্যাদি।
সিভি পাঠানোর ঠিকানা:
ইমেইল: khair.hrm@gmail.com
________________________
সরাসরি দেখা করতে অফিস/শো-রুম:
বাড়ি: ১১, সড়ক: ০৩, সেক্টর: ০৬, উত্তরা, ঢাকা-১২৩০।
ফোন: ০১৭১৫৩৬৩০৭৯/০১৮২৬৩৯৫৫৪৯
ইমেইল: khair.hrm@gmail.com;
পেজ: প্রতিবিম্ব প্রকাশ-protibimboprokash
ওয়েব: https://protibimboprokash.com