গত ২৯ অক্টোবর, ২০২২ শনিবার বেলা ৩.০০ টায় রাজধানীর খিলক্ষেত, নিকুঞ্জ-২ এ হোটেল ফাউন্টেনের হলরুমে অনুষ্ঠিত হয় গোল্লাছুট পরিবারের ৩য় জন্মোৎসব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
গোল্লাছুট পরিবারের প্রাণবন্ত জন্মোৎসবে কেক কাটাসহ ছিল নানান আয়োজন। অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দেশের নানান প্রান্ত থেকে ছুটে আসে শতাধিক শিশুশিল্পী। উৎসবমুখর পরিবেশে দেশবরেণ্য গুণীজনদের হাত থেকে তারা পুরস্কার গ্রহণ করেন।
এ ছাড়াও উক্ত অনুষ্ঠানে গোল্লাছুট ম্যাগাজিনের উদ্বোধনী সংখ্যার মোড়ক উম্মোচন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলচ্চিত্র অভিনেতা ও পরিচালক কাজী হায়াৎ, সংগীতশিল্পী ফওজিয়া খান, জনপ্রিয় সেতারশিল্পী ও সংগীতগবেষক প্রফেসর রীনাত ফওজিয়া, পিপিএস প্লাস্টিক পাইপ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর চেয়ারম্যান শায়লা সাবরিন, চিত্রনায়িকা রেবেকা রউফ, সুপরিচিত কবি ও সাহিত্যিক শিশুদের বন্ধু এম মিরাজ হোসেন এবং কবি ও ছড়াকার গোল্লাছুট পরিবারের প্রতিষ্ঠাতা লিমা ইসলাম লিপুসহ অসংখ্যগুণীজন। অনুষ্ঠানে শতাধিক শিশুশিল্পীদের মাঝে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার প্রদান করা হয়। কবি ও সাহিত্যিক এম মিরাজ হোসেনকে প্রদান করা হয় বঙ্গবন্ধু সম্মাননা-২০২২।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ রাশেদুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন শিশুশিল্পী আনিশা আমিন।