কবি ও লেখক দিলারা হাফিজের শুভ জন্মদিনে প্রতিবিম্ব প্রকাশ পরিবারের পক্ষ থেকে নিরন্তর শুভকামনা।
সংক্ষিপ্ত জীবনী ও গ্রন্থ পরিচিতি
দিলারা হাফিজ
কবি দিলারা হাফিজ। ১৯৫৫ সালের ২০ নভেম্বর মানিকগন্জের গড়পাড়া গ্রামে জন্ম গ্রহন করেন। পিতা বখশী হাফিজ উদ্দিন আহমেদ, মা রহিমা হাফিজ।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে বি. এ অনার্স ও এম এ করেছেন। ১৯৮০ সালে ডিপ-ইন-এড এ তিনি প্রথম শ্রেণী পান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ইউজিসির স্কলারশিপে
পি.এইচ.ডি ডিগ্রি লাভ করেন ১৯৯৮ সালে।
৩৭ বছর শিক্ষকতা জীবনে সরকারি কুমুদিনী কলেজ, ইডেন কলেজ, জগন্নাথ বিশ্ববিদ্যায় ছাড়াও মিরপুরের সরকারি বাঙলা কলেজ ও তিতুমীর কলেজে অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, ঢাকার চেয়ারম্যান হিসেবে চাকুরি থেকে অবসরে যান।
অধ্যাপনার পাশাপাশি দেশের নিরক্ষরতা দূরীকরণে বিটিভির বহুল প্রচারিত ও জননন্দিত গণশিক্ষামূলক অনুষ্ঠান “সবার জন্যে শিক্ষা” গবেষণা, গ্রন্থনা ও
উপস্থাপনার দায়িত্ব পালন করেছেন ২২ বছর।
দেশের ভবিষ্যৎ প্রজন্ম শিশু।নিজ অঞ্চলের পশ্চাৎপদ শিশুদের প্রতিভা বিকাশ ও সার্বিক উন্নয়নে গড়ে তুলেছেন ‘মানিকগঞ্জ শিশুফোরাম’। ১৯৯৫ সাল থেকে তিনি এই ফোরামের প্রতিষ্ঠাকালীন সভাপতি।
কবি প্রয়াণের পর ২০১৭ সালে গঠন করেছেন “কবি রফিক আজাদ স্মৃতিপর্ষদ”। প্রাথমিকভাবে এই সংগঠন ১লা ফাল্গুন মূলত সেমিনার,কবির কবিতা পাঠের মাধ্যমে কবির জন্মদিন উৎযাপন করা হতো নিয়মিত।
২০২১ সাল থেকে কবির জন্মদিনের অনুষ্ঠান থেকে প্রতি বছর কবিতা/ মুক্তিযুদ্ধ/অথবা সাংবাদিকতার যে কোনো একটি শাখায় ১টি পুরস্কার প্রদান করে যাচ্ছে এই সংগঠনটি।
এই সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।
প্রকাশিত কাব্যগ্রন্থ:——-
১।ভালোবাসার কবিতা (১৯৮২))
২।পিতা কিংবা পুত্র অথবা প্রেমিক (১৯৮৩)
৩।প্রেমের কবিতা (১৯৯৮)
৪।কে নেবে দায় (২০০১)
৫।খুঁজে ফিরি ভিক্ষালব্ধ জ্ঞান (২০১২)
৬। নির্বাচিত কবিতা ( প্রথম প্রকাশ: ২০০৬)) মিজান পাবলিশার্স ৫ম সংস্করণ:(২০১১)
৬।অবিনশ্বর আয়না(২০১৮) জনপ্রিয় প্রকাশনী
৭। নারী সংহিতা(২০১৯) অনন্যা প্রকাশনী
৮। কবিতা সমগ্র(২০২১) অনন্যা প্রকাশনী
৯। স্তনের অহংকার- (২০২২) অব্যয় প্রকাশনী
১০।মনোকষ্ট হচ্ছে, স্নান করো প্রকাশিতব্য( জনপ্রিয় প্রকাশনী)
১১।এই আমি নই সেই বিহবল আমি ( ২০২৪ঐতিহ্য প্রকাশনী)
প্রকাশিত গদ্য:
১১।# সুষমার গল্প ( শিশুতোষ—২০১৯) জনপ্রিয় প্রকাশনী
১২।# গবেষণা গ্রন্থ: বাংলাদেশের কবিতায় ব্যক্তি ও সমাজ(১৯৪৭–৭১) প্রকাশক: বাংলা একাডেমি)
—২০০৪ সাল।
১৩।#বাংলা কবিতার উপায় ও উপকরণ(২০২৪ জনপ্রিয় প্রকাশনী)
১৪।I Know Why Ishould Unlock Inner Pride Of Myself( হামিদ রায়হান কর্তৃক অনুদিত)
১৫।আনন্দ বেদনা যজ্ঞে রফিক আজাদ( ২০১৮) চিত্রা প্রকাশনী।(স্মৃতি গদ্য)
১৬।কে প্রথম কাছে এসেছি ( ২০২০) জার্নিম্যান বুকস
(স্মৃতি উপন্যাস)
১৭।সম্পাদনা:
ক) মুখোমুখি রফিক আজাদ ( ২০১৮)চিত্রা প্রকাশনী
খ) গদ্যের গহন অরণ্যে(২০১৯)চিত্রা প্রকাশনী
গ) রফিক আজাদের নির্বাচিত ৫০টি প্রেমের কবিতা(২০২২)ঐতিহ্য প্রকাশনী
ঘ)কবি রফিক আজাদ রচনাবলি-(২০২৩)ঐতিহ্য প্রকাশনী
অনুবাদ:—মার্কিন কবি ক্যারোলাইন রাইট ও ভারতীয় বহুভাষাবিদ পণ্ডিত শ্যাম সিং শশী নারী অধিকার সম্পর্কিত তাঁর অনেক কবিতার অনুবাদ করেছেন।
পুরস্কার:
—-১৯৮৩ সালে কবিতার জন্যে লা ফর্তিনা সম্মাননা ও
২০১১ সালে মানিকগঞ্জ সাহিত্য ও সংস্কৃতিক পরিষদ সম্মাননা প্রদান করেন নোবেল লরিয়েট অমর্ত্য সেন।
২০১২ এবং ২০২২ সালে বাংলাদেশ ও নেপাল ফ্রেণ্ডশীপ সম্মাননা লাভ করেন।
প্রথম আলো( কলকাতা)কবিতা-সম্মাননা পেয়েছেন
২০১৯ সালে।
ব্যক্তিগত জীবনে তিনি অন্যতম প্রধান কবি রফিক আজাদ( প্রয়াত) মর্ম ও কর্মসহচরী ছিলেন।
প্রবাসে বসবাসরত দুই পুত্র সন্তান—যথাক্রমে
খান অভিন্ন আজাদ ও
খান অব্যয় আজাদ এর জননী।