২০৬ বার পড়া হয়েছে
একটি বার দেখাবার জন্য
শারমিন আখতার মনি
ভয়ংকর অসুখের নাম কাউকে দেখতে চাওয়া।
এর চেয়ে ভয়ংকর রোগ পৃথিবীতে আর কিচ্ছুটি নেই।
জীবন থেকে থেমে গেছে প্রিয় মুখটি তৃপ্তি নিয়ে দেখবার জন্যে।
জানবে না কোনো দিন অনুভূতি কতটা কঠিন।
বুঝতে পারবেও না কোনো দিন
বিধ্বস্ত হৃদয়ে বলি ভালো আছি।
এক বুক তৃষ্ণা নিয়ে দাঁড়িয়ে আছি সমুদ্রের সামনে।
একটি বার দেখার তীব্র আক্ষেপ
ফুরিয়ে যাচ্ছি একেকটি বার।
অসহ্য অস্হিরতায় কেঁটে যায়
দিন বড্ড অবহেলায়।
২ Comments
congratulations
তীব্র অনুভূতি যা অস্থির করে হৃদয় মন!
একটি বার দেখার আশায় আবেগ জাগায় শিহরন!!
ব্যাকুল তিয়াস বাড়ায় পিয়াস বারবার অবিরাম!
কতছিল দারুন দেখিবার দারুণ অভিরাম!!
( আপনার কবিতাটি হৃদয়স্পর্শী!! তাই কবিতার ভাষায় একটা দীর্ঘশ্বাস বেরিয়ে গেল। অনেক অনেক শুভকামনা )