উল্টো পথের যাত্রী
-জ্যাকলিন কাব্য
আমি কখনোই সুখী মানুষের কাতারে হাঁটিনি।
সুখী হওয়ার প্রবণতা নেই বলেই হয়তো –
নীল শিফনের শাড়ি আর
হাতে এক ডজন রেশমি চুড়ি পরে
কখনো প্রিয়জনকে বলা হয়নি – ভালবাসি।
আমি প্রেমিকা হয়ে উঠতে পারিনি বলেই হয়তো –
প্রিয় মানুষটার জন্য সাজতে আমার ভালো লাগে না।
গালে হালকা গোলাপি রুজ লাগিয়ে ব্রণের দাগ ঢাকতে
কিংবা লিপ গ্লস পলিশ করে ঠোঁট চকচকে করতে
আমার ইচ্ছে করে না।
একটা খোলা রিক্সায় পাশাপাশি বসে
প্রেমিকের বুকে আমার এলোমেলো চুল উড়ে বেড়াবে
এই ইচ্ছে আমার হয় না বলেই হয়তো
বনলতা হয়ে উঠতে পারিনি।
আমি সৌন্দর্যপ্রেমী নই বলেই হয়তো
একটা সুন্দর ভালবাসার গল্প লিখতে পারিনি।
এই পৃথিবীর যাবতীয় ভুল আর অনুতাপই
আমার আপন আপন লাগে।
এই পৃথিবীর সমস্ত ভুল মানুষকেই ভালবাসতে আমার ভালো লাগে।
আমি হয়তো কোনোদিনই সঠিক মানুষ,
সঠিক প্রেম বেছে নিতে পারিনি
নয়তো এই পৃথিবী কোনোদিনই আমায় প্রেমিকা হওয়ার সুযোগ করে দেয়নি!