উপলব্ধি
(চৌষট্টিতম জন্মদিনে)
মোঃ হাবীবুর রহমান
দেখেছি বসে হিসেব কষে
তিন কুড়ি চার হলো,
কম কি এমন! খুব কি বেশি!
তোমরা যে যা-ই বলো!
বয়েস স্বীকার অস্বীকারের
নয়কো বিষয় কোনো,
যখন যেমন তখন তেমন
মানাতে পারি যেন।
দেহ-ঘরে আর মনোজগতে
বদল হবে তা ঠিক,
বাস্তু-সমাজে বন্ধু মহলেও
মেলানোর বহু দিক!
সমাজ প্রথায় গতির ছোঁয়া
হচ্ছে বদল দ্রুত,
আত্মীয়তা পদ-পরিচয়
বদলায় নিয়মিত!
কেমন ছিলো আগের জীবন
কেমন থাকার ছিলো,
সেই তরিকায় ভাবনা বারণ
শুধুই এগিয়ে চলো!
ফুল্ল হবার নেই কিছু আর
বেজার হওয়াও বৃথা,
যা পেয়েছো যা দেখেছো
তুষ্ট থাকাই প্রথা!
যে কথাটি সবচেয়ে বড়
সবচেয়ে দরকারি,
দেহ ও মন সুস্থ থাকুক
বোঝা হয়ে না পড়ি!!