আশির দশকের অন্যতম আধুনিক কবি সিকানদার কবীর’র শুভ জন্মদিন:
১৯৫০ এর ৩০ নভেম্বর তিনি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামে জন্ম গ্রহণ করেন। তার বাবা মরহুম আবদুল হামিদ খান এবং মা ভানু আফরোজ। স্কুল জীবন থেকেই লেখালেখির শুরু এই কবির।
১৯৭৬ এ কবিতায় রাষ্রদ্রোহিতার অভিযোগে তিনি ২ মাস কারাভোগ করেন এবং সরকারিচাকুরী থেকে এক বছরের উর্ধ্বকাল যাবত সাময়িক বরখাস্ত ছিলেন।তার স্হায়ী নিবাস ঝালকাঠি হলেও বর্তমানে সস্ত্রীক বসবাস করেন খুলনা শহরে এবং চাকুরী করেন ঢাকার কনকর্ড গ্রুপে সিনিয়র এডমিন অফিসার হিসাবে।
তার প্রকাশিত কাব্যগ্রন্থ নয়টি,যৌথ পাঁচটি। আগামী একুশে বইমেলায় আসছে একটি অণুগল্প এবং একটি কবিতার বই।
জন্মদিনে কবিকে অভিনন্দন ও ভালোবাসা জানাই।তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।