কবি নুসরাত হাশেমী’র জন্মদিনে শুভ কামনা:
কবি পরিচিতি:
জন্ম:
কবি নুসরাত হাশেমী। ছোটবেলা থেকেই লেখালেখি জগতে তার বিচরণ। বাবা শিক্ষাবিদ, কবি ও কথাসাহিত্যিক মান্নান হাশেমী। বাবার দ্বারা অনুপ্রাণিত হয়েই তার সাহিত্য জগতে পদার্পণ। জন্ম ১৯৮০ সালের ৩০ নভেম্বর বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায়।
পড়ালেখা:
শিক্ষাজীবন শুরু হয় সরকারি বাকেরগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় থেকে। এই প্রতিষ্ঠান থেকেই মাধ্যমিক শেষ করে বরিশাল সরকারি মহিলা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। সরকারি ব্রজমোহন বিশ্ববিদ্যালয় কলেজ থেকে দর্শন বিভাগে অনার্স মাস্টার্স করেন।
সাহিত্যচর্চা :
ছোটবেলা থেকেই তিনি বিভিন্ন পত্রপত্রিকা ও এলাকাভিত্তিক সাময়িকী ও ম্যাগাজিন গুলোয় নিয়মিত লিখতেন। তিনি সততা, স্বচ্ছতা ও বিশ্বাসকে জীবনের মূলমন্ত্র মনে করেন।