২১৪ বার পড়া হয়েছে
অভিনয়
সামসুন্নাহার
জীবন নামক মঞ্চে আমরা সবাই
কম বেশি করি কত অভিনয়।
রঙ মেখে সঙ সেজে
অভিনয়টা বেশ করি।
কত কাহিনি কত ঘটনায়
মনোরঞ্জন করি।
জীবন নামের মঞ্চের আড়ালে চাপা পড়ে
থাকে কতই না দীর্ঘস্বাস।
এই জীবনের মঞ্চে আমরা
কেউবা কাঁদি কেউবা হাসি।
তবুও আমরা এই জীবনটাকে
সবচেয়ে বেশি ভালোবাসি।
অভিনয় আর বাস্তবতার পার্থক্যের
মুখোশটা খুঁজে মরি।
ভালো থাকার, ভালোবাসার
অভিনয়টাও বেশ করি।
ক্ষনিকের তরে হলেও দুঃখটাকে
বুকে চাপা দিয়ে সুখের রাজ্যে ভাসি।
১ Comment
congratulations