লাশ
-মুহাম্মদ মাসুম বিল্লাহ
১.যেদিন আমি মরে যাব
হয়ে যাব লাশ
আমার স্বজন,বন্ধুরা সব
করবে রে হাসফাস!
২. দ্রুত সময়ে ছড়িয়ে যাবে
মৃত্যু হওয়ার খবর
জিজ্ঞাসিত হবেন তিনি
কোথায় হবে কবর?
৩.থাকবে চেস্টা জেনে নেয়ার
দাফন কাফন সব
এটাই নিয়ম করে দিছেন
সবার জন্য রব।
৪.সবার বেলায় ঘটবে এটা
বাদ যাবে না কেউ
যতই কাঁদুক কাঁপুক হৃদয়
চোখে জলের ঢেউ।
৫. নামটি আমার অনেক প্রিয়
প্রিয়জনদের কাছে
আদর সোহাগ ভালোবেসে
রাখতো সবাই টাচে।
৬. চারিদিকে ছড়িয়ে যাবে
মাসুম গেছে মারা
চোখের জল গড়িয়ে পরবে
আপন মানুষ যারা।
৭.কিছু মানুষ কেঁদে কেঁদে
বলবে ইতিহাস
যাদের হৃদয়ে করেছিলাম
ভালোবাসার চাষ।
৮. কেউ বলবে তাঁর লেখনী
বেজায় ভাল ছিল
কেউ বলবে মুখের হাসি
হারিয়ে কোথায় গেল!
৯. কেউ বলবে দেখা হলে
সালাম বলতো মুখে
কেউ বলবে আসলেই
লোকটি ছিল সুখে।
১০. কেউ বলবে নামাজ রোজায়
ছিল যত্নবান
টাকা পয়সা নাইবা ছিল
ছিল তার সম্মান।
১১. কেউ বলবে হাসিখুশি
ছিল তার গুণ
কেউ বলবে আপন কাজে
ছিল যে মাজনুন।
১২. কেউ বলবে গান কবিতা
লিখতো অনেক ভাল
তার লেখনি এই সমাজের
ছড়িয়ে যাচ্ছে আলো।
১৩. অনেক লোকের অনেক কথক
শুনবে জনতা
আমি অধম সব কিছুতে
পূর্ণ মৌনতা!
১৪. কারণ আমি এই ধরাতে
পরিচয় এক লাশ
মাসুম নামটি হারিয়ে গেছে
বন্ধ এ নিশ্বাস!
১৫. আদর করে সোহাগ করে
নামটি রেখেছিলেন
এই নামেই আকিকা
তাও করেছিলেন।
১৬, শেষ নিশ্বাস ত্যাগ করে
আমি এখন লাশ
হারিয়ে গেছে সব কিছুই
ভালোবাসার রাশ!
১৭. আমায় এখন দেখার জন্য
কত্ত মানুষ হাজির
এক জীবনে কত্ত স্বপ্ন
হবো উজির নাজির।
১৮. গোসল দেবে কে আমাকে
জলদি করে ডাকো
ছিন্ন করো সব কিছুই
ভালবাসার সাঁকো।
১৯. বড়ই পাতা গরম জলে
সাবান – লোবান দিবে
গোসল শেষে সাদা কাফন
পরিয়ে আমায় নিবে।
২০. লাশের পাশে বসে বসে
কুরআন খতম হবে
আপন মানুষ লুকিয়ে থেকে
অবাক চেয়ে রবে।
২১. মসজিদেতে এলান হবে
শোক সংবাদের খবর
কান্না নয় বলবে সবাই
করতে হবে সবর।
২২. বাড়ি ভর্তি আসবে মানুষ
খবর নিবে ঢের
এই যে যাওয়া জীবন তরে
আসবো না তো ফের!
২৩.এক জানাজা দুই জানাজা
করবে দোয়া সবে
কথাগুলো ইতিহাসে
স্মৃতি হয়ে রবে।
২৪. নামাজ শেষে যে যার বাড়ি
সত্যি যাবে চলে
ব্যানার, ম্যানার বন্ধ সব
আর যাবে না বলে।
২৫, এভাবেই হারিয়ে যাব
আর হবে না দেখা
বন্ধ হবে সকল কিছু
গান কবিতা লেখা।
রচনাঃ চলন্ত বাসে
উত্তরা টু গাজীপুর
২৯ জুলাই ২০২২
১ Comment
Congratulations