আহ!
হোসনে আরা রিতা
আহ!
আমি বাঁচতে চাই
আমি বাঁচতে চাই
আমাকে ছেরে দাও বলছি ছেরে দাও।
আমার আকাশ এখন
কালো মেঘ ভেসে বেড়ায়
অসীম নীল ডানা মেলে উড়ে যায়,
স্বপ্নের গাংচিল
অথচ আমি বলতে পারিনা
আমি ও তোমাদের মত
মুক্তো আকাশে ভেসে বেড়াবো
আমার আতৎচিতকার চারিদিকে
প্রতিধ্বনি হচ্ছে তুমি কি শোনতে পাও?
স্নিগ্ধ সকালের প্রতীক্ষায়
ক্লান্ত দুপুর থমকে দাঁড়ায় এই দিগন্ত,
চোখের সীমানায় কেউ কি ডাকে?
নিশ্চুপ গভীর মায়ায়? –
আহ!
কখনো ভাবি দৃষ্টিগোচরে
হালকা বাতাস ছুঁয়ে যায় আমাকে
এ হচ্ছে প্রকৃতির প্রাণে র ছুঁয়াতে ।
জীবনের নাশকতা কখনো
আত্মসুখ হতে পারে না ,
নগ্নতা দেহের স্পর্শ আত্মসুখ নয়
শুধু সহানুভূতিশীল হৃদয়ের ভালোবাসা আত্মসুখ।
ইচ্ছেরা যদি চায়
হৃদয়ের আদলে সত্যি তুমি এসো
হৃদয় এ ধারাতে
কষ্টরা কেঁদে যায় হৃদ পাঁজরে ।
বাতাস থেমে যায়
অব্যক্ত বোবা কান্নায়,
নিস্তব্ধ হয় তটিনির কলতান
ব্যথা কৃষ্ণ কুন্ঞ্জকাননে
মুখ লুকাই পদ্মদিঘীর পদ্মপাতার আড়ালে।