কথার কথা
হোসনে আরা জেমী
কত কথাই বলার ছিল;
সব কথা হয় না বলা
বাকরুদ্ধ হয়ে যাই
মাঝেমাঝে সেই আবেশে ভাবতে থাকি,
কেমন করে কথা না বলে থাকতে পারো
কত কথা শুনবে বলো, সুখের কথা,
দুখের কথা, ব্যথা-বেদনার কথা,
কাব্যকথা, স্বপ্নকথা, স্বপ্ন ভাঙ্গার কথা,
ভালোলাগা ভালোবাসার কথা,
অনুভবের কথা;
আবেগ অনুভূতির কথা, জীবনের গল্পকথা, নানানকথা, দশের কথা, দশের কথা
কথায় কথা রাখবার কথা
অনেক কথাই বলার ছিল, শুনবে বলে ,
কত কথা বলা হলো, শুনলে বলে !
নানা কথা আবোল তাবোল বলেই গেলাম তারপর
রয়ে গেলো অনেক কথা; না বলা কথা।
ব্যাথার কথা আছে অনেক;
ব্যাথা শেষে রইলো পরে কথার কথা।
______________________
জেমী/টরেন্টো/অক্টোবর ১০, ২০২১