হে মানবতা
সুরমা খন্দকার
শব্দগুলো অবিন্যস্ত, স্বতঃস্ফূর্ত সমাদরের প্রত্যুত্তরে
ফিরে আসে অসঙ্গত হিসাব-নিকাশ
এখানে মানবতা বলতে কেবল রংমাখা ফটোসেশন।
দুর্দান্ত অ্যানাউন্সমেন্ট, আর বন্দিত কথার ভিড়ে মানবতা।
মানবতার বাগান ভরে আছে মানবিক গোলাপে।
স্বপ্নগুলো রক্ত স্ফুলিঙ্গে মানবতার দিকে তাকায় নিজের প্রয়োজনে,
নিজের শূন্যতা পূরণের লাবণ্যতার খোঁজে মানবতা চোখ তুলে।
কোন সে মানব রক্ত ঝরায় এই মানবতার
কোন সে হাত শাণিত হয়ে হত্যা করে মানবতার।
হে মানবতা!
তোমার দাম্ভিকতায় তুমি আছো মানবিক মগজে।
হে মানবতা!
সবাকার মননে তোমার স্থান অথচ নও আজো তুমি নও প্রতিষ্ঠিত;
সেই বোধ! সেই অনুভব।
তবে কি আজ মানবতার মতো বিবেক শক্তির ব্যর্থ পচন।
তবে কি আজ পুরোনো ইতিহাস ফিরে আসে সভ্যতার দোরগোড়ায়।