হে পাহাড়
তসলিমা হাসান
আমি একখণ্ড মেঘ বলছি
দিনের শুরুতে ফুরফুরে মেজাজেই আছি
তোমার চূড়াতে ও দেখছি বরফ কুচির শ্বেত শুভ্র হাসি
তাই এখনই কিছু কঠিন কথা তোমাকে বলতে এসেছি
হে পাহাড়
আমি এই পানিচক্র জীবনটাকে বড় ভালোবাসি
তুমি তো ঝরনা ও নদীর উৎপত্তিস্থল
এরা খুব বেগবান হয় তাও আমি জানি।
আমার উৎপত্তি ও তোমার গিরিখাতে
আমার কোন বেগ নেই , আছে কিছু আবেগ
বরফ বিগলিত যে পানিটুকু থাকে তার
বাষ্পীভূত আবর্ত নেই সৃষ্ট শুভ্র একখণ্ড মেঘ আমি
তোমার আশেপাশেই থাকি।
ও দূরে ভ্রাম্যমান কিছু মেঘ করছে দলাদলি
হয়তো সঙ্গবদ্ধ হবে আবার দ্বিধা বিভক্ত ও হবে
ঠিক তখনই হবে ধনাত্মক ঋণাত্মক সংঘর্ষ,
কচমকানো বিদ্যুৎ হতে পারে ভারী বর্ষণ।
কিছু মেঘ ফেরারি হয়ে চলে যাবে
যাক তবে যাক, না হলে অতি বর্ষণ হবে কেবলই
আমি তাই ওদেরকে এড়িয়ে চলি।
হে পাহাড়
তোমাকে তো অনেকেই বলে ধ্যানমগ্ন যোগী
পৃথিবীতে কোথাও হচ্ছে নব সৃষ্টি উল্লাস
অন্য প্রান্তে আবার মহাপ্রলয়ের পূর্বাভাস
কারো পূর্ণ হচ্ছে তোমার শিখর বিজয়ের অভিলাষ
কারো আবার ব্যর্থ মিশনে হয় জীবনের সর্বনাশ।
জানি তুমি এসব কিছুই দেখ না
থাকো হয়ে মৌন ব্রতী।
হে পাহাড়
আমি সমতলের মানুষের অনেক কষ্ট দেখেছি
তাই আমি কখনো কঠিন হতে চাই না
এমনকি এক পশলা শিলা বৃষ্টিও হতে চাই না
আসলে আমার মধ্যে একটা বিবেচনার বোধ জন্মেছে
প্রকৃতির কাছে হার মানা মানুষেরা
বিশ্বাস আর সংশয়ে নিয়তি কে মেনে নিয়েছে
অথচ আমরা কি কঠিন শীতল
তুমি ধ্যান করো ক্ষতি নেই কোন
একটু আঁট সাট হয়ে বসতে তো পারো
মাঝে মাঝেই গা থেকে ধ্বস নামাও কেন?
তোমার পাথরের মনটা এত অবিচল কেন?
তসলিমা হাসান
কানাডা: ২৭-০৮-২০২২
১ Comment
congratulations