হৃদয় ছোঁয়া বন্ধু তুমি
ফরিদা বেগম
(বাস্তববাদী কবি আবুল খায়ের-কে জন্মদিনে নিবেদিত কবিতা)
হৃদয় ছোঁয়া বন্ধু তুমি কেমন আছো?
জন্মদিনে ফুলের ডালি দিলাম তোমায় ভালো থেকো।
পৌষ সকালে জানাই তোমায় শুভেচ্ছা স্বাগতম।
সবাই মিলে উইশ করি প্রাণে লাগুক জাগরণ।
স.প.ক গ্রুপে, প্রেরণা দিয়ে সৃষ্টি করো কবি,
তাইতো মোরা এই পরিক্রমায় আঁকছি তোমার ছবি।
তুমি গুণী, মেধাবী, পরিশ্রমী, নির্ভীক, সৈনিক।
সাহিত্যচর্চায় নিবেদিত হয়ে শক্ত করেছ নিজের ভীত
তোমার নিরলস প্রচেষ্টা দেখে লেখককুল হয়েছে মুগ্ধ
সাহিত্য ভান্ডার সমৃদ্ধ হচ্ছে পাঠক হবে সিক্ত।
জন্মদিনে আমার “শুকনো ফুলের সৌরভ” কাব্য গ্রন্থ খানি
তোমাকেই দেবো গ্রহণ করিলে ধন্য হব আমি।
তোমার জন্য রইল আমার ফুলেল শুভেচ্ছা,
স্বপ্ন তোমার পূর্ণ হোক, আলোময় হোক , এটাই প্রত্যাশা।
১ Comment
ধন্যবাদ, আমার কবিতা প্রকাশের জন্য। জন্মদিনের রইল নিরন্তর ভালোবাসা আর শুভেচ্ছা স্বাগতম।