১৪২ বার পড়া হয়েছে
বৃষ্টি পড়ে
হুমায়ূন কবীর ঢালী
বৃষ্টি পড়ে বাইরে ঘরে
বৃষ্টি পড়ে টিনের চালে
বৃষ্টি পড়ে করুন স্বরে
বৃষ্টি পড়ে গাছের ডালে।
বৃষ্টি পড়ে দালান কোঠায়।
বৃষ্টি পড়ে বন্ধুর বাড়ি
বৃষ্টি পড়ে পানের বোঁটায় ।
বৃষ্টি পড়ে পুলিশ ফাঁড়ি।
বৃষ্টি পড়ে সবুজ মাঠে
বৃষ্টি পড়ে ধানের ক্ষেতে
বৃষ্টি পড়ে রাস্তাঘাটে
বৃষ্টি পড়ে আনন্দেতে।
বৃষ্টি পড়ে নদী-খালে
বৃষ্টি পড়ে পুকুর ডোবায়
বৃষ্টি পড়ে তালে তালে
বৃষ্টি পড়ে ফোঁটায় ফোঁটায়।
বৃষ্টি পড়ে শিশুর মনে
বৃষ্টি পড়ে চোখের তারায়
বৃষ্টি পড়ে সঙ্গোপনে।
বৃষ্টি পড়ে কষ্ট তাড়ায়।
বৃষ্টি পড়ে টাপুর টুপুর
যখন খোকার একলা দুপুর
বৃষ্টি পড়ে মনের ভেতর
মেঘের কলস হচ্ছে উপুড়।
১ Comment
বৃষ্টি বৃষ্টি বৃষ্টি কোন অপরূপ সৃষ্টি আমি হারিয়ে ফেলি দৃষ্টি