১৬৮ বার পড়া হয়েছে
নবীর নূরে নূরানি হতাম
হানিফ শমশের
(নাতে রাসুল)
হতাম যদি আরব দেশের
নবীর শহর মদিনা,
হতাম যদি আরব দেশের
মরুভূমির বালু কণা,
নবীর পায়ের পরশ পেতাম
চাঁদ মাখা মুখ দেখতে পেতাম,
দেখে তাঁরে তৃপ্ত হতাম
ভাগ্য মিলতো মোহাম্মদের জামানা।
রোজ নবীকে সালাম দিতাম
সালাম দিয়ে ধন্য হতাম,
মধুর কণ্ঠের বাণী শুনতাম
ভাগ্য মিলতো মোহাম্মদের জামানা
নবীর আশায় পথ চেয়ে থাকতাম
পায়ের পরশে পবিত্র হতাম,
নবীর নূরে নূরানি হতাম
ভাগ্য মিলতো মোহাম্মদের জামানা
১ Comment
সুন্দর উপস্থাপন । পাঠে দারুণ মুগ্ধ হলাম কবি বন্ধু ।