হাঁটি
মনিরুজ্জামান শাওন
আমি শুধু হাঁটি, ডান থেকে বাঁ
বাঁ থেকে ডান।
আমি পিচঢালা পথে হাটি,
আমি সবুজ ঘাস মাড়িয়ে হাটি।
আমি চৌত্রের খরতাপে তৃষ্ণায় বুকফাটা ক্ষেতের মাঝে হাঁটি।
একটি নারী যখন অভিমান করে- আমি তখন হাঁটি।
তাকে ছেড়ে চলে যেতে হবে
ভেবে তখনও হাটি
আমি চেনা পথে হাঁটি, আমি অচেনা পথে হাঁটি।
আমি সম্মুখ পানে হাঁটি।
আমি তাকে দেখার জন্য নিরব অভিমানে বারবার পিছু হাঁটি।
হাঁটতে হাঁটতে আমার বার্ধক্য ক্লান্ত বাহন দুটি বলে- আর পারব না।
আমি তখনও হাঁটি।
আমি ওই সুশীল আকাশ পানে তাকিয়ে বলি- হে বিধাতা!
আমাকে শক্তি দাও!
আমি যেন ওই দিগন্ত না ছোঁয়া পথে হেঁটে যেতে পারি।
আমি হাঁটতে চাই ! আমি হাঁটতে চাই! আমাকে হাঁটতে দাও।