২৩৬ বার পড়া হয়েছে
স্বীয় যুদ্ধ
জেরিন বিনতে জয়নাল
শেষ বেলায় সূর্য গিয়ে মিলিত হয় সমুদ্রের বুকে,
চারিদিক ছেঁয়ে যায় আঁধারে।
দূর আকাশে তাকালে মেলে চাঁদের দেখা
মিটিমিটি হাসছে সে, আমার পানে তাকিয়ে।
রাত বাড়ে, বেড়ে যায় নিরবতা
সবকিছু থেকেও হৃদয়ের গভীরে শূন্যতা।
স্মৃতিরা খেলা করে নোনাজল নিয়ে,
বিষন্নতা তাকিয়ে থাকে দূর হতে।
আবেগেরা হাসিতে মত্ত-
বিবেক দাঁড়িয়ে এক কোণে।
ভাবনারা সব এলোমেলো আজ
আমি বসে আনমনে।
অনেক কিছুই আছে বলার,
তবুও কেন বাকরুদ্ধ?
এভাবেই অবিরত থাকে
নিজের সাথে নিজের যুদ্ধ।