১৪৫ বার পড়া হয়েছে
স্বপ্ন
আয়েশা আক্তার এ্যানী
অনন্ত মহাকালে বিলীন হয়ে যাবে তবুও,
জেনেও সে স্বপ্ন দেখা–
বল তবে কেন দেখ সে স্বপ্ন?
বল তবে কেন বৃথা অনুনয়?
চল মহাকালের টানে
কথা বল কেবল প্রাণে প্রাণে।
আশার বাণী কেন শোনাবো তবে
যদি আগে না পাই ঠাঁই!
বল চলেছি স্বপ্নের দিকে তবু
না হোক পূরণ সে আখের,
আমিতো দেখেছি সে স্বপ্ন,
কি করে ভুলি থাকি শুনে ধুন ঢাকের?
এসেছে সে মহাকাল ক্রমেই তেড়ে–
ডুববে সে সব স্বপ্ন যা রোজই চলেছে বেড়ে!