১৪৭ বার পড়া হয়েছে
সে তো ভালোই আছে।
এস এ তানিশা রহমান।
দূরত্ব বেড়েছে অনেক পথের,
মন আর-ও কাছে টানছে।
দৃষ্টি সরেছে চোখের,
হৃদয় যেনো কাছে ডাকছে!
দিন দিন গুরুত্ব কমছে,
তবুও কিসের মায়ায় মন বাঁধা থাকছে!
সময়ের পরিবর্তনে সবাই বদলাচ্ছে,
আমি একাই কেনো অতীত নিয়ে হাঁটছি।
সে অন্য কাউকে খুঁজে নিয়েছে,
আমি কেনো পিছে পরে আছি।
সে তো সুখে আছে নতুন মানুষকে নিয়ে,
আমি তিলে তিলে না মরে একটু বাঁচি!
১ Comment
কারো জন্য কেউ থেমে থাকবে না ইনশাআল্লাহ।