১২৮ বার পড়া হয়েছে
মন ভালো নেই
সেলিনা আখতার
আজ বাতাসের মন ভালো নেই,
রুদ্ধশ্বাসে প্রচণ্ড ঝড়ের আভাস নিয়ে
বুকের মধ্য থেকে সে
বেরিয়ে আসতে চাইছে।
চেতনার সবকটি দুয়ার প্রচন্ড শব্দে আঘাতপ্রাপ্ত হয়ে ফিরে আসছে বারবার
রুখে দাঁড়াবার শক্তি নেই ।
নিলিপ্ত বুকের পাঁজর আটকে রেখেছে
শ্বাস-প্রশ্বাসের সবটুকু বাতাস
তাই সে বন্দীদশা থেকে দাপটের সাথে
বেরিয়ে আসতে চাইছে ।
হে বিধাতা প্রবল বর্ষণে আজ
ভিজিয়ে দাও সমস্ত মানবতাকে।
প্রচণ্ড ঝড়ে ভেঙে দাও সমস্ত অন্ধকার। বাতাসের মন ভালো করে দাও ।
নির্মল বিশ্বাসে শ্বাস নিতে দাও,
অসহায় প্রকৃতিকে।