সেখানেই থাকি
বাদল রহমান
প্রিয় মোকাম হাড়িয়ারকুঠি যে গ্রামের নাম
যেখানে মোরগ ডাকা ভোরে ভাত হাভাতিরা লাঙল কাঁধে মাঠে ছুটে, কামলা খাটে, জীবনের চিত্র আঁকে,
যেখানে শ্রম হয় নিত্য নিলাম।
যেখানে একদা সামন্তেরা দাপটে থাকে-
ঘরে ঘরে হা-অন্ন উৎপাতের দিনে- ঊষার প্রেমে,
লাল টকটকে সূর্যের মতো এখানে উদিত হলাম।
যেখানে মঠ-মসজিদের ভালোবাসা একইসূত্রে বাঁধা-
আছে স্বর্গ সুখ আছে অমৃত সুধা।
যেখানে বাড়ির নাম চৌধুরী বাড়ি, বিলুপ্ত জমিদারি।
যেখানে আমি প্রমিথিউস চাষি,
মৃত্তিকার আগুন ভালোবাসী, শষ্পের সুঘ্রাণে দুঃখ নাশি।
যেখানে মাছরাঙারা মেটায় ক্ষুধার তাড়না,
পানকৌড়িদের চৈতের ঠিকানা,
পরান- জেলেরা গায় মাছ ধরা গান,
চুলের বেণীগাঁথা বাঁকের মতো বাঁক বাঁকের
নদী খারুভাঁজ বহে আঁকাবাঁকা।
যেখানে যুদ্ধের সময় মুক্তিকামী মানু ওড়ায়
শিবনারায়ণের আঁকা স্বাধীনতার পতাকা।
যেখানে ভাগ হয়নি চল্লিশের কবর ভূমি
যেখানে পাখপাখালির অন্তরঙ্গ চুমাচুমি
যেখানকার মানুষের সুখ-দুঃখের চিত্র
কালের ক্যানভাসে হয় আঁকাআঁকি
সেখানেই থাকি।