৯৮ বার পড়া হয়েছে
সৃষ্টি কূলের শিরোমণি
বাউল কবি শ্রাবণ কাজী শাহ্
যত শুনি লাগে মধুর
মুহাম্মাদ নামের ধ্বনি,
ইয়া মুহাম্মাদ নবী
সৃষ্টি কূলের শিরোমণি।
যাঁর উচিলায় সৃষ্টি জাহান
দয়াল নবী আখের নবী অতি দয়াবান।
পার কান্ডার উম্মতের জামিন
নবী গুণমণি।
যার প্রেমের নাই তুলনা
পাক কোরআনে বলেছেন সাঁই রাব্বনা।।
পাপী উম্মত পাইবে ক্ষমা
কয় কাদেরগনি।
শ্রাবণ কাজী ভাবিয়া কয়
কালেমার সহিতো যেন আমার মরণ হয়।
এই বাসনা পাপী হৃদয়
করি দিন রজনী।