৩২৬ বার পড়া হয়েছে
সুরুমিতার স্বপ্ন।
সুরমা খন্দকার।
মনোভুমে চির ভাস্বর যে অতন্দ্র প্রহরী,
সে-তো তোমার ভালোবাসা।
আমায় জাগিয়ে রাখে রাত্রি ভর বিরহ যাতনায়।
আমি নিশিদিন রচি তোমায় মনের গোপন কক্ষে।
তোমার চোখের ভাষায় অনুরাগের যে মেঘচ্ছায়া উথাল পাথাল
সে সব বুঝতে পারি সহজেই।
আর তাতেই অসংখ্য দীর্ঘশ্বাস বুকের ভিতর মরে যায়।
কেন অচেনা দুপুর এতোটা পুড়িয়ে দেয় ক্ষণ!
কেন ভোরের শিশিরে ঘাসের মতো ভিজে না মন!
প্রবল উচ্ছ্বাস নিয়ে পৃথিবীতে অনেক সকাল আসে
তবু গহীনে কোথাও অমাবশ্যা থেকে যায়।
সুরুমিতার স্বপ্নরা মাঝরাতে
পরদেশী মেঘের সাথে হারিয়ে যায়।।