সুরভিত রবির আলোয়
নার্গিস সেতু
শুভময় সকাল শুভক্ষণে সুরভিত রবির আলোয়,
সদাসত্য কর্মের ধারা আমায় কর হে প্রভু
করি যেন মঙ্গল ভালোয় ভালোয় ।
হিতাহিত জ্ঞান সর্বদাই রাখিয়া যেন সচল,
দিনগুলি কাটিও রহমত যেন থাকে, না হয় অচল।
সত্যের সাফল্যে জন্মে মায়ের কোলে
দেখেছি মায়ের অটুট হাসি,
এমন নসিব দিওনা বিধি
অপকর্ম নিয়ে না হয় যেন ফাঁসি!
সত্য নিয়ে থাকিব ধন্য, পাব পূর্ণতা ,
সুখময় হবে বিধি জীবনের প্রতিটি পাতা।
রেখো গো মনে নেইতো সময়, বলি যে কাদিয়া,
আর আসিব না ফিরে এজগতে যাই যদি চলিয়া।
এজগতে আছি তাই, মরি যেন সত্যের মরনে ,
কি দিয়া কি করিবা বিধি, রাখিও তুমি স্বরনে।
সকলের তরে সকলে মোরা মোদের আছো তুমি,
সৃষ্ট কুলে সকলের উর্ধ্বে পরোপকারী হই যদি আমি।
করিব খুশি তোমায় বিধি, আমার কর্মগুণে,
সর্বদা রাখিবা স্বরনে আমায়, তুমি রাখ শুনে।
নেইতো চাওয়া বিধানের বাহিরে, চাই সত্য কিছু,
সকল কর্মে হইব ধন্য, আল্লাহ তুমি থাক যদি পিছু ।