১৩৮ বার পড়া হয়েছে
শুধুই নিকোটিন
সুপ্রিয়া বিশ্বাস।
২৫/৭/২০২১
একদিন
তুমি
আমার শূন্যতায়
সিগারেট হাতে
রাতের পর রাত
ছাদের কার্ণিশে দাঁড়িয়ে
কাটিয়েছো অভিমানে।
আমি যখন বুঝতাম
শুধুই আমার জন্যে
বুকটা পোড়াও তুমি ,
সিগারেটের আগুনে।
আবেগে খণ্ড খণ্ড হতো
আমার অন্তর,
বুকের মাঝে
ছলাৎ ছলাৎ
বিদ্যুৎ চমকে যেতো।
আমি ভাবতাম ,
আমি ছাড়া বুঝি
সব কিছু শূণ্যতায় ভরা
তোমার!
সেটা ছিল প্রেমের অধ্যায়!!
আর আজ?
আজ আর আমার জন্য
তুমি সিগারেট খাওনা,
আমার অভিমান তোমাকে
বিচলিত করে না
সিগারেটের ধোঁয়ায় এখন
শুধুই নিকোটিন
ভালোবাসার সেই জ্বলন পোড়ন
আর নেই।
নেই আর আমার জন্য অপেক্ষার রক্তক্ষরণ!!
১ Comment
onek sundor lekha