বিশেষ প্রতিবেদক:
বালাগঞ্জ শীতলপাটি সাহিত্য পরিষদ বাংলাদেশ এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে- সাহিত্য সম্মেলন ও প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ২৯ জুলাই, শনিবার সিলেট জেলা পরিষদ মিলনায়তন (নীচতলা ভিআইপি) হলে বিকাল ২:৩০ মিনিট থেকে রাত ৮:৩০ মিনিট পর্যন্ত।
অনুষ্ঠানটি দুটি অধিবেশনে সাজানো হয়। এতে প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে ছিলেন অধ্যাপক জাকির হোসেন, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আআওয়ামীলীগ সিলেট মহানগর। উদ্বোধক হিসেবে ছিলেন লেখক, গবেষক জনাব বদরুল ইসলাম শোয়েব, রেজিস্ট্রার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। প্রধান আলোচক হিসেবে ছিলেন কবি ও মুক্তিযুদ্ধবিষয়ক গবেষক জনাব সাইদুর রহমান সাঈদ। প্রধান বক্তা হিসেবে ছিলেন, লেখক প্রাবন্ধিক জনাব আবুল কালাম আজাদ খান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন- পার্থ সারথি চৌধুরী, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) বালাগঞ্জ সরকারি কলেজ। শ ই সরকার জবলু, প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব, মোহাম্মদ নওয়াব আলী, সম্পাদক ও প্রকাশক, বাসিয়া, সিলেট । খালেদ উদ-দীন কবি ও প্রকাশক, সিলেট । খান আখতার হোসেন, প্রতিষ্ঠাতা ও পরিচালক গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ ও গাঙচিল টেলিভিশন।
জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় সাহিত্য সম্মেলনের প্রথম অধিবেশন। এই অধিবেশনে মোড়ক উন্মোচন করা হয় মোহাম্মদ আব্দুল ওয়াহিদ রচিত কাব্যগ্রন্থ “বঙ্গবন্ধু বিশ্ববন্ধু”, ওবায়দুল মুন্সী রচিত শিশুতোষ ছড়াগ্রন্থ ” শেখ বাগানের ফুল”, আবুল কালাম আজাদ খান রচিত গ্রন্থ “আমি দমব না আমি থামব না” ফয়জুর রহমান রচিত কাব্যগ্রন্থ “অমীমাংসিত পৃথিবী। বিভিন্ন জেলা থেকে আগত কবি, সাহিত্যিক, সাংবাদিক, গীতিকারদের কবিতা, ছড়া পাঠ, গান, সংক্ষিপ্ত বক্তব্য ও অতিথিদের বক্তব্যের মধ্য দিয়ে কেটে যায় প্রথম অধিবেশন এবং আছরের নামাযের বিরতি মধ্য দিয়ে শেষ হয় প্রথম অধিবেশনের কার্যাবলী।
তারপর শুরুহয় ২য় অধিবেশন। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন দৈনিক বাংলাদেশ বার্তার সম্পাদক ও প্রকাশক, কবি ও নজরুল গবেষক জনাব আবদুর রশীদ চৌধুরী, কুষ্টিয়া। প্রধান আলোচক: বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান খান কবি ও সাহিত্য সমালোচক, ফরিদপুর ।
প্রধান বক্তা: মেজর পলক রহমান বিশিষ্ট কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ঢাকা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক আলো অনারারী পরিক্ষক, জাতীয় বিশ্ববিদ্যালয়, মুন্সিগঞ্জ। মনজু খন্দকার, সম্পাদক “বিজয়’ (সাহিত্য) পত্রিকা, চুয়াডাঙ্গা।
উত্তম কুমার দেবনাথ, কবি ও শব্দ বিশ্লেষক, ফেনী । ইয়াকুব বখত বাহলুল কবি ও ছড়াকার, সুনামগঞ্জ। নীহার রঞ্জন দেবনাথ সভাপতি, বিশ্ব মানবধর্ম বিকাশ পরিষদ, আসাম ভারত। কামাল উদ্দিন সরকার, কবি ও গীতিকার, কুমিল্লা বাদল কৃষ্ণ বণিক, প্রতিষ্ঠাতা, মৌচাক সাহিত্য পরিষদ, মৌলভীবাজার। এম এ জামান আহাছানুজ্জামান লেখক, মানবাধিকার ব্যক্তিত্ব ময়মনসিংহ। কবি ও সংগীতশিল্পী লিজি আহমেদ, ঢাকা। মাহফুজা আখন্দ, কবি, শিক্ষক ও মানবাধিকার ব্যক্তিত্ব, ময়মনসিংহ। কবি ও এডভোকেট অসীম কুমার দাশ, উপদেষ্টা বালাগঞ্জ শীতলপাটি সাহিত্য পরিষদ বাংলাদেশ, সিলেট। আলহাজ্ব এম এ ওয়ারিশ, কবি ও তালিকাভুক্ত গীতিকার বাংলাদেশ টেলিভিশন, সুনামগঞ্জ। আব্দুল মতিন, সিনিয়র সহ সভাপতি ওসমানীনগর প্রেসক্লাব। লেখক ও রোটারিয়ান রেবেকা জাহান রোজি, সিলেট। কবি আসাদ সরকার, নরসিংদী সাংবাদিক জাকির হোসেন, আসাম ভারত, কবি ও সংগঠক শরীফ উদ্দিন আসাম, ভারত। কবি মো: সেলিম মিয়া ব্রাহ্মণবাড়িয়া, প্রমুখ।। এ পর্বে মোড়ক উন্মোচন করা হয়, মোহাম্মদ আব্দুল ওয়াহিদ সম্পাদিত কাব্য সংকলন “সর্ষে ফুলে প্রজাপতি”, কবি ও গীতিকার রইস রহমান রচিত ” জলের নীচে জলের কল”, কবি ও ছড়াকার ইয়াকুব বখত বাহলুল রচিত “হৃদয়ের ক্যানভাসে” ও “তৃষ্ণার্ত চোখ”।
উক্ত অনুষ্ঠানে যেসব ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয়-
মুক্তিযোদ্ধা সংগঠন সম্মাননা প্রদান করা হয় “বীর মুক্তিযোদ্ধা শামছুননুর স্মৃতি সংসদ”কে।
মরনোত্তর স্মৃতি সম্মাননা বালাগঞ্জ শীতলপাটি সাহিত্য পরিষদ বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা উপদেষ্টা, কাব্যজ্যোতি কবি মরহুম মোহাম্মদ মিজানুর রহমান-এর স্মৃতির উদ্দেশ্যে প্রদান করা হয় “মরনোত্তর স্মৃতি স্মারক সম্মাননা”।
শীতলপাটি সেরা লেখক সম্মাননা: বালাগঞ্জ শীতলপাটি সাহিত্য পরিষদ বাংলাদেশ এর অনলাইন গ্রুপে নিয়মিত যারা লিখে আসছেন এবং বিভিন্ন প্রতিযোগিতা পর্বে বিজয়ী হয়েছিলেন তাদের মধ্য থেকে আগত ১০ জনকে প্রদান করা হয় শীতলপাটি সেরা লেখক সম্মাননা। তারা হলেন
১. মো: শরীফ উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া
২. মো: হাবিবুর রহমান বকুল, নরসিংদী
৩. রঞ্জিত দাস, বালাগঞ্জ, সিলেট।
৪. কাজী সাইফুজ্জামান বাবু, মাগুরা
৫. সাকিব মাহবুব, বড়লেখা, মৌলভীবাজার
৬. চিশতি রাজু আহমদ, সিরাজগঞ্জ
৭. ডক্টর মো. হাফিজুর রহমান লিটু, কুষ্টিয়া
৮. প্রদীপ দাস, বালাগঞ্জ, সিলেট
৯. কাজী হাসান আলী, নবীগঞ্জ, হবিগঞ্জ।
১০. মুহাম্মদ ইমদাদ হোসেন, তাহিরপুর, সুনামগঞ্জ।
শীতলপাটি সেরা এডমিন সম্মাননা বালাগঞ্জ শীতলপাটি সাহিত্য পরিষদ এর শুরু থেকেই যে সকল এডমিন সব সময় নিজের দায়িত্ব ও কর্তব্য মনে করে গ্রুপে এডমিনের দায়িত্ব পালন করছেন, তাদের মধ্যে কবি তামীম আহমদ সাদী, সুনামগঞ্জ” কে প্রদান করা হয় সেরা এডমিন সম্মাননা।
সর্ষে ফুলে প্রজাপতি লেখক সম্মাননা:
আমার সম্পাদিত কাব্য সংকলন “সর্ষে ফুলে প্রজাপতি”র লেখকদেরকে প্রদান করা হয়, সর্ষে ফুলে প্রজাপতি লেখক সম্মাননা। তারা হলেন-
১. বীর মুক্তিযোদ্ধা কবি আব্দুল খালেক আলো, মুন্সিগঞ্জ।
২. কবি সম্পাদক ও প্রকাশক, তাছলিমা চৌধুরী বুলবুল, কুষ্টিয়া।
৩. কবি ও সূফী সাধক, মানবাধিকারকর্মী এম এ জামান আহাছানুজ্জাম, ময়মনসিংহ।
৪. কবি ও শব্দ বিশ্লেষক উত্তম কুমার দেবনাথ, ফেনী।
৫. কবি ও শিক্ষক মাহফুজা আখন্দ, ময়মনসিংহ।
৬. কবি ও সম্পাদক “বিজয়” (সাহিত্য) পত্রিকা মনজু খন্দকার, চুয়াডাঙ্গা।
৭. কবি ও ছড়াকার, ইয়াকুব বখত বাহলুল, সুনামগঞ্জ
৮. কবি ও গবেষক আফতাব আল মাহমুদ, হবিগঞ্জ
৯. কবি ও গীতিকার কামাল উদ্দিন সরকার, কুমিল্লা
১০. গীতিকার, লেখক কালাম মতিন লুলু, সিলেট
১১. কবি ও মানবাধিকারকর্মী মো. সেলিম মিয়া, ব্রাহ্মণবাড়িয়া।
১২. কবি ও গীতিকার শাহ আব্দুস সালাম, সিলেট।
১৩. কবি ও ছড়াকার ওবায়দুল মুন্সী, সুনামগঞ্জ।
১৪. কবি ও ছড়াকার রওনক আহমদ এনাম,সিলেট।
১৫. এডভোকেট অসীম কুমার দাস, সিলেট
১৬. কবি ও সংগঠক অসীম ভট্টাচার্য, ঢাকা
১৭.কবি ও গীতিকার শিবেন চন্দ্র দাস, সিলেট।
১৮. কবি ও ছড়াকার, নিরঞ্জন মনি বিশ্বাস, সিলেট।
এছাড়াও বিভিন্ন জেলা থেকে আগত কবি, সাহিত্যিক, সংগঠক, সাংবাদিক, সম্পাদক ও প্রকাশক, সমাজসেবী, সাহিত্যানুরাগী, শিক্ষানুরাগী গুনিব্যক্তিত্বদেরকে প্রদান করা হয়- লেখক সম্মাননা, সাংবাদিক সম্মাননা, সাহিত্যানুরাগী, সমাজসেবী, শিক্ষানুরাগী ইত্যাদি সম্মাননা।।
বালাগঞ্জ শীতলপাটি সাহিত্য পরিষদ বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ আব্দুল ওয়াহিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রওনক আহমদ এনাম ও সহ সভাপতি ওবায়দুল হক মুন্সী”র সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে শুরুতে কোরআন তেলাওয়াত করেন কবি ক্বারী মাওলানা কাজী হাসান আলী, গীতা পাঠ করেন কবি ও ছড়াকার নিরঞ্জন মনি বিশ্বাস।