২০১ বার পড়া হয়েছে
সিন্ডিকেট কাঁচা বাজারে
-জয়নাল আবেদীন
দাম কমাতে পারছে কেউ
শুনছি সরল উক্তি
তাঁদের প্রতি মানুষের আর
থাকছে না ভাই ভক্তি ।
তেল ডাল চিনি ছাড়াও
সিন্ডিকেট কাঁচা বাজারে
পাঁচশ টাকা সঙ্গে নিয়ে
ব্যাগ ভরে না আহারে।
ক্রেতা নয় সব বিক্রেতা
পাচ্ছে কোথায় শক্তি
এদের নিয়ন্ত্রণে চলবে কী
লাঠি ছাড়াই ভক্তি ।
কাঁচা বাজার পাকা বাজার
সবার একই স্বভাব
প্রতি দিনই দাম বাড়ছে
কেউ দেয় না জবাব ।
কথা নেই চাল নিয়ে
আছে চিনি তেল
পাঁচ মিলে সিন্ডিকেট
দেখায় নানান খেল ।
__________
রংপুর
১১ অক্টোবর ২০২৩