‘প্রিয়তমা’সিনেমার সাফল্যে পরিচালককে গাড়ি উপহার দিলেন প্রযোজক আরশাদ আদনান:
গত ঈদে মুক্তি পেলেও এখনো প্রেক্ষাগৃহে চলছে ‘প্রিয়তমা’। গেল ঈদুল আজহায় মুক্তি পেয়েছিল শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’। দেশের পাশাপাশি যুক্তরাষ্ট্র, কানাডাসহ বিভিন্ন দেশেও ব্যাপক প্রশংসা কুড়িয়েছে সিনেমাটি। নতুন খবর হল- এই সিনেমাটির সাফল্যে পরিচালক হিমেল আশরাফকে একটি গাড়ি উপহার দিয়েছেন প্রযোজক আরশাদ আদনান।
শাকিব খানকে নিয়ে ‘প্রিয়তমা’ সিনেমা বানিয়ে প্রযোজক আরশাদ আদনান চমকে দিয়েছেন ছবিপ্রেমীদের। সিনেমাটি টানা আট সপ্তাহ ধরে দেশ ও দেশের বাইরের প্রেক্ষাগৃহে চলছে। সিনেমার গান, গল্প, নির্মাণ নিয়ে একের পর এক প্রশংসায় ভাসছে সিনেমাটির টিম। সিনেমার এমন সাফল্যে নিজ উদ্যোগে পরিচালক হিমেল আশরাফকে গাড়ি উপহার দিলেন প্রযোজক। এমন চিত্র ঢালিউডে নতুন। এর আগে কোনো পরিচালককে ছবির সাফল্যে প্রযোজক গাড়ি উপহার দিয়েছেন, এমন নজির তেমন একটা নেই। প্রযোজকের কাছ থেকে গাড়ি উপহার পেয়ে আনন্দিত পরিচালক।
প্রযোজক আরশাদ আদনানের কাছ থেকে উপহার পাওয়া টয়োটা এক্সিও ২০২০ মডেলের সাদা রঙের গাড়িটির একটি স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করেছেন ‘প্রিয়তমা’ ছবির পরিচালক হিমেল আশরাফ। সেখানে তিনি প্রযোজকের প্রতি কৃতজ্ঞতা পোষণ করে লিখেছেন, ‘প্রিয়তমার সাফল্যে নতুন গাড়ি উপহার দেওয়ার জন্য ধন্যবাদ আরশাদ আদনান ভাইয়া।’ জানা যায়, এই গাড়ির দাম ২৬ লাখ টাকা। কাজের স্বীকৃতির এমন আচমকা উপহার পেয়ে রীতিমতো অবাক পরিচালক।
আজ মঙ্গলবার দুপুরে হিমেল আশরাফ বলেন, ‘দেশ-বিদেশের দর্শকেরা এখনো ছবিটি দেখছেন। নিজেদের আড্ডায় ছবির গল্প আর গান নিয়ে আলোচনা করছেন। এসব খুশির মধ্যে থাকতে থাকতেই আদনান ভাইয়া গাড়ি উপহার দিলেন, এটা সত্যিই অন্য রকম আনন্দের ও ভালো লাগার। সিনেমার সাফল্যে প্রযোজকের কাছ থেকে এমন উপহার পরিচালকের জন্য ভীষণ অনুপ্রেরণার। আমি খুশি, সত্যিই অনেক অনেক খুশি।’