বিশেষ প্রতিনিধি শেরপুর:
১৪ই জুলাই, ২০২৩ শুক্রবার, বিকেলে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ, তোপখানা রোড, ঢাকা তে এক মনোমুগ্ধকর অনুষ্ঠানের আয়োজন করা হয় “কুমিল্লা কবি পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী ও দেশ বাংলা প্রকাশনা উৎসব ২০২৩” অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, একুশে পদক প্রাপ্ত, শুদ্ধতার কবি, অসীম সাহা ও বাংলা একাডেমী পুরস্কার প্রাপ্ত, কবি ফারুক মাহমুদ ও কবি নাসির আহমেদ ও আরও অনেক স্বনামধন্য বহু গুণী ব্যক্তিত্ব, কবি, সাহিত্যিক ও মিডিয়া ব্যক্তিত্বগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সিইউকেপি গ্রন্থ সম্মাননা-২০২৩ ঘোষণা করা হয় এবং কবি বাশার আনাম এর একক কাব্যগ্রন্থ “কালের বেদনা” বইটি মনোনীত হওয়ায়। কবি বাশার আনাম এর হাতে সম্মাননা স্মারক তুলে দেন একুশে পদক প্রাপ্ত, শুদ্ধতার কবি, অসীম সাহা ও কবি,লেখক,সংগীতজ্ঞ,জ্ঞানতাপস প্রাকৃতজ শামিমরুমি টিটুন।
কবি বাশার আনাম শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার ডাকঘর- মাটিফাটা, নয়াপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।
৫০৭ বার পড়া হয়েছে