১৫২ বার পড়া হয়েছে
শান্তির নীড়
সাবেকুন নাহার মুক্তা
ছনের ছাউনি বেতের বেড়া
ছোট্ট নিজের ঘর,
ভালবাসার পূর্ণ আবাস
নেই যে কোন ডর।
কষ্ট করে নিজের হাতে
গড়ে কুটির ঘর,
মনের সুখে খুশ আনন্দে
থাকবে জনম ভর।
সারাটা দিন কাজে কর্মে
শ্রান্তি থাকে বেশ,
আপন ঘরে ফিরে এলে
ক্লান্তি হয় যে শেষ ।
স্বাধীনতার পূর্ণ সুখ
দেয় রে আপন নীড়,
পর প্রাসাদে থাকে শুধু
চাঁপা কষ্টের ভিড়।
আকাশ ছুঁয়া অট্টালিকা
সেথা কি সব সুখ !
ষোল আনা হিসাব হবে
ভোগ করবে দুখ ।