সমাজ পরিবর্তনে কবিতা গ্রুপ (সপক)-এর ১১তম জন্মদিনে নিবেদিত নিবন্ধ:
রাশিদা আক্তার
Pics from the post of the group.
স প ক এর ১১ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জানাই একরাশ কাশফুলের শুভেচ্ছা।যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে গ্রুপটি প্রাণ পেয়েছে, হাঁটি হাঁটি পা পা করে আজকের এই অবস্থানে এসেছে তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।।
স প ক গ্রুপটি সাহিত্যের এমন একটি প্লাটফর্ম, যেখানে নব্য লেখকদের সৃজনশীল প্রতিভা বিকাশের জন্য রয়েছে এক সুবর্ণ সুযোগ। এখানে নেই কোন সাম্প্রদায়িকতা, নেই কোন বাধ্য বাধকতা। এটি এপার বাংলা ওপার বাংলার মধ্যে তৈরি করেছে অদ্ভুত এক মেলবন্ধন ।এটি সকল স্বার্থের উর্ধ্বে। আামি গ্রুপটির উত্তরোত্তর সাফল্য ও অগ্রগতি কামনা করছি।