৬০ বার পড়া হয়েছে
সত্যি কি ভুল আমার ছিলো
কলি চক্রবর্তী
আমাকে ভুল বুঝতে হলে
ভুল মানুষের কথা গুলো কানে নিও,
অভিমানের তীক্ষ্ণ বাক্য
বারে বারে ছুঁড়ে দিও।
আমাকে ভুল বুঝতে হলে
নিষ্পাপ হাসি দেখে,
সন্দেহের জেরে প্রশ্ন রেখে
ভুলকে ভুলে মিলিয়ে নিও।
আমাকে ভুল বুঝতে হলে
সকল কথার গ্যাড়াকলে
শক্ত করে বেঁধে দিও।
আমাকে ভুল বুঝতে হলে
যাদের কথায় মন করো ভার?
সেই ভারে হার জড়িয়ে নিও।
চুল পরিমান ভুল সে পেলে
আমায় মনে করিয়ে দিও।