১১৮ বার পড়া হয়েছে
সংসারের দীপ”
প্রহ্লাদ কুমার প্রভাস (pk)
বাবা মানে মুক্ত সকাল, বৃষ্টির দিনে ছাতা।
বাবা মানে সোনালী বিকেল, মুক্ত পায়ে হাঁটা।
বাবা মানে আঁধার ঘরের জলন্ত এক প্রদীপ।
বাবা মানে,কোটি নক্ষত্র আজীবন যা
সংসারেতে জ্বালিয়ে রাখে দীপ।।
জেলা: সাতক্ষীরা।