২৫৪ বার পড়া হয়েছে
না পেরার দেশে সংগীতশিল্পী সাদি মহম্মদ:
রবীন্দ্রসংগীতশিল্পী সাদি মহম্মদ আর নেই। আজ বুধবার (১৩ মার্চ) রাত ৯টার দিকে তাঁর মৃত্যুর সংবাদ পাওয়া যায়। তাঁর মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন তাঁর ভাই নৃত্যশিল্পী শিবলী মহম্মদ।
শিবলী প্রথম আলোকে বলেন, আজও তানপুরা নিয়ে তাঁর বড় ভাই সংগীত চর্চা করেছেন। সন্ধ্যার পর হঠাৎ দেখেন ঘরের দরজা বন্ধ। তখন দরজা ভেঙে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন।
জানা গেছে, গত বছরের ৮ জুলাই মা জেবুন্নেছা সলিমউল্লাহ (৯৬) বার্ধক্যজনিত রোগে মারা যান। মা মারা যাওয়ার পর থেকেই একটা ট্রমার মধ্যে চলে যান শিল্পী সাদি মহম্মদ। ঠিক স্বাভাবিক ছিলেন না মানসিকভাবে।