১৩৬ বার পড়া হয়েছে
শৃঙ্খল সবুজ
শামস মনোয়ার
জীবন নিয়ে করি খেলা
নয়টি ইটে শব্দ ঘেরা
চিন্তায় কাঁদে অচিন পাখি
খোঁজে সিক্ত সজীব বাগান
মুক্ত আওয়াজে
ধরণীর নিরপেক্ষতায়
উন্মাদ শৃঙ্খল অবুঝ
মূল্যবোধের আশ্বাস ভরা
তছনছ অসমতা
সন্ন্যাসীর শত সাধন
সন্ন্যাসেরই অজানা বিশ্বাস কুল –
ত্যাগে বিশ্বাসে অস্পষ্টতায়
কারণ সঙ্কুল বাগধারা
বোঝাবারই প্রচেষ্টা
জ্বলে ওঠা প্রকৃতির সরলতা।