৭২১ বার পড়া হয়েছে
শুনতে কি পাও
অমি রেজা
শুনতে কি পাও?
পাতা ঝরার নিস্বন
ঝরা বকুলের কান্না
আর রাতের নীরবতা।
শুনতে কি পাও?
হৃদয়ের ধকধক শব্দ
নদীর বুকে বয়ে চলা
নৌকার ছলছল কলরব।
শুনতে কি পাও?
প্রিয়তমার গভীর দীর্ঘশ্বাস
সুঢৌল বুকজুড়ে শুধু
কামনার আকুল নিনাদ।
শুনতে কি পাও?
হেমন্তের সোনাঝরা সকালে
সোনালী ধানের শীষের সাথে
মাতাল সমীরণের হিল্লোল।
শুনতে কি পাও?
পাহাড়ের আর্তনাদ
ভালোবেসে মেঘকে
না পাওয়ার যন্ত্রনা তার বুক চিরে
শত ঝর্ণা হয়ে ঝরা।
শুনতে কি পাও?
সবুজ ঘাসের বুকে
শিশিরের কান্না
হারানো প্রেম ফিরে ফিরে ডাকে
আহত পাখি শুধু ডানা ঝাপটায়
শুনতে কি পাও ?