৮৮ বার পড়া হয়েছে
শুধুই প্রলাপ
কামরুন নেসা লাভলী
যদি তুমি জানতে, জানতে আমার
কি ব্যথার আগুন ঝড়ছে আবার
জ্বালিয়ে মনে এই আগ্নেয়গিরি
তুমি কেন আজ নিরব কাবেরী?
ভুলে গেছো দিয়ে কথা
ব্যথা ভরা বিষন্নতা
মেঘ এসে যায় চলে
আমায় ভাসিয়ে নীলে
স্বব্ধ ব্যথার সারি সারি
তবুও
ফুটে ফুল আজ ও মঞ্জুরী
কেতকী কনক ফোঁটে ঝরে শিউলি
আমি আজ তাই শুধু ব্যথার কলি
বলেছিলে আমায় বাগিচার
শ্রেষ্ঠ গোলাপ
বুঝিনি সে ছিল তোমার
শুধুই প্রলাপ
কি করে ভুলি সেই সুখ স্মৃতি ?
স্মৃতিগুলো আজ শুধু বিস্মৃতি।।