শীতের দিনে
ফারিহা ইয়াসমিন
এমন শীতে কাঁপছে আকাশ
কাঁপছে ভিটে মাটি,
কোথায় পাবো কাঁথা কম্বল
তোষক, মাদুর, পাটি।
নেই সোয়েটার, গরম কাপড়
ছেঁড়া জামা শাড়ি,
পথের ধারে রেলের পাড়ে
মোদের বসত বাড়ি।
তোমরা যখন তৃপ্তি খুঁজো
উষ্ণ চায়ের কাপে,
আমরা তখন অশ্রু মুছি
হাজার রকম চাপে।
তোমরা থাকো আরাম করে
গায়ে চাদর মুড়ে,
আমরা বেড়াই ক্ষুদার জ্বালায়
পথে ঘাটে ঘুরে।
হয়না পুরণ কভু মোদের
মনের স্বপ্ন আশা ,
পাইনা খুঁজে ধরার মাঝে
স্নেহ ভালোবাসা।
যদিও মোরা শ্রমিক কৃষক
গরীব মজুর চাষি,
বুকের ভিতর কষ্ট চেপে
হৃদয় খুলে হাসি।
অভাব দুঃখী মানুষ মোরা
পথের ধুলোয় হাটি,
দুঃখ কষ্টে গড়া জীবন
নয়তো পরিপাটি।
বাঁচার আশায় ছুটে চলি
প্রচন্ড হিম শীতে,
পারো না কি একটু মোদের
ভালোবাসা দিতে?