৫৬ বার পড়া হয়েছে
শীতের চাদর
মহিউদ্দিন মহি খন্দকার
শীতে তর তর,
কাঁপছে থর থর,
সকাল সন্ধায় গায়ে চাদর,
রাতে ঘুমালে কম্বল ধর।
পানি ঠান্ডা, কুমকুম গরম পানি
গলায় দিয়ে কর গর গর,
মায়ের হাতের শিতল ও ভাপা
শীতের পিঠা খেতে লাইন ধর।
পূর্ব দিগন্তে সূর্য উঠেছে
রৌদ্রে গিয়ে দাঁড়িয়ে পড়,
আধা লেবু দিয়ে রং চা খেয়ে
পাঠশালায় যাওয়ার রাস্তা ধর।