দৈর্ঘ্য, প্রস্থ আর গভীরতার প্রেম চাই
শিল্পী মাহমুদা
দৈর্ঘ্য, প্রস্থ আর গভীরতার প্রেম চাই
দিন দিন বাষ্পকণা হয়ে যাচ্ছি,
তবুও বুনো উষ্ণতার খোঁজ পাই
মাটি সংলগ্ন প্রাণ ছেড়ে যেতে পথ খুঁজি
কিন্তু যেতে আমারও কষ্ট হয় না বুঝি!!
তবুও নতুন কিছু অবিরত খুঁজি,
আমি তো বাষ্প নয় ,
বৃষ্টি আর শিশির কণা হতে চাই।
দৈর্ঘ্য, প্রস্থ আর গভীরতায়
মাটিতে মেশানো প্রেম চাই।
নির্বাসনের বৃত্ত পূরণ করতে করতে
নিজেই নির্বাসিত হয়ে যাচ্ছি
নিত্যই ভাবনায় তাই খুঁজে পাচ্ছি।
হঠাৎ দেখি বারান্দায় আধো চাঁদ সমুদ্র,
ঘরে কাচের পুকুর।
তল আছে, জল আছে,গভীরতায় আছে,
অথচ আমি মৃত্তিকার ঘ্রাণ চাই।
তবুও তুমি আমি নির্ঘুম রাত-দিন।
মুলত: “সেই আমি একজনই” ॥
লেখক: কবি ও বাচিকশিল্পী