রংপুর প্রতিনিধি:
শাবাস, বাংলাদেশ (শান্তি-শিক্ষা-সংস্কৃতি বাস্তবায়ন সংসদ)-এর সাহিত্য-সংস্কৃতির আসর:
গত ০৭ ডিসেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দ রোজ শনিবার সকাল ১২ ঘটিকায় রংপুর টাউন চত্বরে অবস্থিত রঙ্গপুর সাহিত্য পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অব বাংলাদেশ রংপুর বিভাগের কো-চেয়ারম্যান, বিশিষ্ট সাংবাদিক ও শাবাস, বাংলাদেশ এর সন্মানিত সদস্য জনাব জাভেদ ইকবাল। এছাড়া সংগঠনের সভাপতি কবি, গীতিকার ও সুরকার শরীফ আহমাদ, সাংবাদিক ও সাংগঠনিক সম্পাদক জনাব জাবেদ হোসেন সুইডেন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক কবি ও শিল্পী সাওদা খানম মিনু, নাট্য সম্পাদক ও অভিনেতা সোলজার হোসেন, সদস্য আমজাদ হোসেন, কবি ও উপস্থাপক শাহেনেওয়াজ শাহ, সদস্য সন্জিব কুমার, গোলাম মোস্তফা, লেখক দেলোয়ার হোসেন, শিক্ষক মেহেদী হাসান ও আরো অনেকে। অত্যন্ত আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত এই সাহিত্য আসরে অনেকেই নিজ নিজ বিষয়বস্তু উপস্থাপন করেন। জনাব জাবেদ ইকবাল বাংলাদেশের সুস্থ সুন্দর সাহিত্য সংস্কৃতির বিকাশে আগামীতে শাবাস, বাংলাদেশের ভুমিকা আরো জোরালো হবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন। এছারা জাবেদ হোসেন সুইডেন সুস্থ সামাজিক বিকাশে সাহিত্য চর্চার উপর গুরুত্ব আরোপ করেন। পরিশেষে শাবাস, বাংলাদেশের সভাপতি কবি শরীফ আহমাদ একটি উন্নত বাংলাদেশ বিনির্মানে মান সম্মত শিক্ষা ও সাহিত্য – সংস্কৃতির বিকাশে শাবাস, বাংলাদেশের পাশে দাঁড়ানোর জন্য সচেতন শ্রেণির প্রতি আহ্বান জানিয়ে এবং সঙ্গিত পরিবেশনের মাধ্যমে সভার সমাপনি ঘোষণা করেন।
৫৬ বার পড়া হয়েছে