১৩৪ বার পড়া হয়েছে
তোমার প্রিয় রেখা
শফিকুল ইসলাম হাসান
স্বরবৃত্ত ছন্দ-৪/৪/৪/২
বসে আছি ঊষালগ্নে আবার হবে দেখা ।
তুমি আমার প্রাণের প্রিয়া প্রিয়তমা রেখা ।
কুহুক ডাকে মাতাল মন-যে তোমায় খুঁজে বেড়ায়।
সূর্যমুখী উঠলো জেগে আমার প্রেমের পাড়ায়।
শিশিরভেজা সবুজ ঘাসে বিন্দু জলের খেলা।
ঘরের কোণে ছিদ্র দিয়ে ঊষার কিরণ মেলা।
নদীর ঢেউয়ে কলকলানি শব্দে আমি মাতাল।
ডিঙ্গি মাঝি বৈঠা হাতে তুলছে দেখো সে পাল
সূর্যের কিরণ নদীর বুকে ঝলমলিয়ে উঠে।
মুগ্ধ করে ভাবের কবি সেই কবিতা পাঠে।
তুমি বন্ধু থাকো দূরে আর হবে কি দেখা।
আশায় আশায় বাঁধে বাসা তোমার প্রিয় রেখা।