রক্তে আগুন
এম.ফারদিন ।
তীর্থের যাত্রায় আমাকে সঙ্গী করো ,
আমি যেতে চাই , দেখতে চাই।
যেখানে জনবলশূণ্য লোকালয় , চতুর্দিকে সবুজে সমারোহ্ অরণ্য।
রেখে যেও না আমায়!
আমাকে তোমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে,
এক নতুনত্বের স্বপ্ন সৃষ্টি করতে কাজ করতে দাও।
জয়ধ্বনী শুনে শৃঙ্গল বন্য প্রাণী উদাস হবে ,
তারা হিংস্র না হয়ে নিজেদের আত্মা রক্ষা করবে।
তবুও কারও ক্ষতি করবে না!
শতাব্দির প্রহর গুনে ক্লান্ত হৃদয় থমকে যাবে।
সুযোগ নিবে সময়ের অপেক্ষায়।
বারুদের বিদগ্ধ গন্ধে বিমোহিত করবে বর্ণিল জীবনের সংঙ্কময় সম্ভাবনা।
প্রকৃতির নিঝুম স্তব্ধতা খুঁজে বের করবে মানবের করুন জীবদ্দশার দুর্ভাবনা।
নির্ঘাত ঘুমে বিভোর হয়ে, নেশার চোখে দুঃস্বপ্নে ঘুরে বেড়াবে নতুনত্বের অন্বেষণে।
রক্তে আমার আগুন লেগেছে বসে থাকতে চাই না আর
মনুষ্যত্বহীন মানবজাতীর পিছনে সংস্কার করতে চাই,
মনে আমার ক্রোভ জমেছে স্তব্ধ হয়ে থাকবো না আর
মানবরুপী হায়নাদের প্রতিরোধ করবো এটাই সম্ভাবনা।