যদি প্রত্যার্বতন হয়
শারমীন সুলতানা
চলে গেল ট্রেন অকস্মাৎ
হঠাৎই কান্নার গমক তুলে দিয়ে
শেষ স্টেশনে ট্রেন অগণন যাত্রী ।
গার্ডের হাতে সবুজ পতাকা
জানাতে তার নির্বিঘ্ন যাত্রা
বুকের কিনারে বেহালার রাগ।
ধীরে ধীরে প্লাটফর্ম অপসৃয়মান
বাজিয়ে দেয় প্রকট হুইসেল।
নির্বাক চেয়ে দেখি তার চলে যাওয়া
হঠাৎ থেমে যায় সাময়িক কোলাহল
মধ্যরাতে সুনসান স্টেশন।
পরস্পর অচেনা হৃদয়
স্মৃতিতে চেনা দৃশ্যপট!
দেখা হবে না আর, তবুও
বিদায়ের বার্তায় হাত নেড়ে আশ্বস্ত করি
আবার দেখা হবে।
হৃদয়ে অনুরণন…
মনকে প্রবোধ দেয়া-পৃথিবী গোল!
ট্রেন ফিরবে নির্ধারিত যাত্রীর গন্তব্য শেষ হলে
আবার প্লাটফর্ম অতিক্রম করবে
চেনা গন্তব্য…!