যদি আবার কখনো সুদিন আসে
তানিয়া আফরোজ
যদি আবার কখনো সুদিন আসে
বলবো তোমায় মনের কথা
পারিজাত ফুল তোমায় দেবো
হৃদয়ের অলিগলির নিষ্কন্টক ভাগ দেবো।
যদি আবার কখনো সুদিন আসে
তাপদাহে শীতল পরশ হবো
ঝুম বরষায় ছাতা হবো
তোমার ক্লান্তি ধুয়ে দেবো।
যদি আবার কখনো সুদিন আসে
সুখ সারীর গান হবো
শাপলা বিলের লাল শাপলা হবো
আমায় দেখে মন রাঙাবে।
যদি আবার কখনো সুদিন আসে
তোমার উদোম বুকের সুখ হবো
বসন্তের কোকিল হবো
তোমার মনের বনে ফুল ফোটাবো।
যদি আবার কখনো সুদিন আসে
দক্ষিণা দুয়ার খুলে দেবো
শীতল পাটি বিছিয়ে দেবো
জোসনার আলোয় মন ভিজাবো।
যদি আবার কখনো সুদিন আসে
সাদা মেঘের ভেলা হবো
বর্ষণ মুখর সন্ধ্যা হবো
ভালোবাসার গান শোনাবো।
যদি আবার কখনো সুদিন আসে
সুধরে নেবো মান অভিমান
মুখোমুখি বসবো দুজন
দৃঢ হবে হৃদয়ের বন্ধন।
যদি আবার কখনো সুদিন আসে
মনের যত দুঃখ আছে বলবো তোমায়
কত কষ্টের প্লাবন গেছে বয়ে
জীবনে ধরেছে মরিচেকে।
যদি আবার কখনো সুদিন আসে
স্মৃতিগুলো থাকলো তোলা হিমাগারে
সুখগুলো সব তোমায় দিলাম
দুঃখগুলো না হয় আমার থাক।
আর যদি সুদিন না আসে
ঝড়া পাতার মতো ঝড়ে যাবো
আমায় কি তুমি রাখবে মনে?
নাকি যত্ন করে ভুলে যাবে?