ফরিয়াদ
মোহাম্মদ আবদুল কাইয়ুম
রচনাঃ ২৯.০৯.২০২১ খ্রীঃ
অবলা কমলার সামন্ত মেয়ে অবন্তী জীবনের হাটে কষ্ট করে বিকিকিনি দিনরাত,
শিউলী ঝরা সাজের বেলা নিত্য দেখেছে সে দেখেনি কভু সূর্য রাঙা প্রভাত,
দু’মুঠো সুখের আশায় কত বার স্বপ্নের হার কত সয়েছে প্রতিঘাত।
নির্লজ্জের মত দক্ষিণা বেহায়া বাতাস কেড়ে নিয়েছে মাথার উপরের সদয় হাত,
পাড়ার উঠতি বেজন্মাদের কাছে খুয়েছে অকালে সে জাত!
যৈবতি কন্যা আশায় বেধেছে বুক, মুখ ও মুখোশের নরপশুদের কতল করবে কেহ,
সেদিন রক্ষা পাবে বাড়ন্ত বাহানায় রূপবতীর অস্পর্শ দেহ যেনো এক মোহ!
কাজীর বিচারে হয়ে যাবে পার জীবন যৌবনের বেদখল হবে না তো আর!
হে ইশ্বর নেও তুলে নিজের হাতে হায়নাদের বিচারের ভার,
কত আর কত ভাবে সতী সাধ্বী অবন্তীরা খাবে ইজ্জতের বাজারে মার,
তবে কি এ হার তোমার না আমার হৃদয় নীল মনিহার,
বুকের গহীনের ক্ষত বয়ে আশারা ধর্ষিত হবে কি বার বার!
নিয়মের যাতাকলে পৃষ্ট মনুষ্যের সুযোগ কি আছে অক্ষমতা ঢাকবার?
পাপের অভিশাপে মসনদ কি কাপে না হে মহান তোমার?
আর কত জিন্দা লাশের উপর হবে জারজরা এভাবে সওয়ার
বসুমতি দয়া কর মুক্ত কর ধ্বংস কর মানুষ রূপি সব জানোয়ার!
ফরিয়াদ অসহায় কমলাদের তরে হৃদয় ফাটে যেনো আত্মচিৎকারে,
কতটা আর কতটা অবিচার হলে কর্ণকুহরে পৌছবে হে ওহেদুল কাহ্হারে!
খাসনগর, ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ।
২ Comments
very good job; congratulations.
অসংখ্য ধন্যবাদ