৯২ বার পড়া হয়েছে
মেঘে ঢাকা আকাশ
সেলিনা পারভীন
আজ আকাশের মন ভালো নেই,
মেঘে ঢেকে আছে পুরো আকাশ টা।
কোথাও কোনো তারার মেলা নেই,
অন্ধকার গ্রাস করেছে তারার মেলা।
এই বুঝি নামবে বৃষ্টি বর্ষণ,
ধুয়ে মুছে যাবে কালো আঁধারের
মিশ্রিত সব সংযোজন।
দূরের পাহাড় বলবে একটু হাসো,
কত দিন দেখিনি তোমার হাসি।
নদী বলবে এদিকে আসো একটু,
ভাসবে তুমি আমার স্রোতে।
দূরের ঝর্ণা বলবে বোকা তুমি,
নদীর নোংরা পানিতে কেউ ভাসে নাকি!!
ফুলের রানীরা বলবে আমার তুমি,
প্রজাপতি হয়ে ডানা মেলে উড়বে।
প্রবল বৃষ্টি প্রাতে মেঘের গর্জনে
আকাশের কালো মেঘ সরিয়ে,
তারার মেলায় আকাশ টা আবার হাসবে।