৬২৭ বার পড়া হয়েছে
মৃত্যুকালে
(এডভোকেট নজরুল ইসলাম)
মৃত্যুকালে বুঝবে তুমি
তুমি কত একা
তোমার সাথে যাওয়ার জন্য
করবে না কেউ দেখা
সবাই এসে দেখে যাবে
কেঁদে বিদায় দিবে
অন্ধকার কবরে তোমায়
একাই থাকতে হবে।
ভেবেছিলে নেতাকর্মী আপনজন
থাকবে তোমার পাশে
সবাই মিলে মাটিতে পুঁতবে
মায়া আবার কিসে।
কাহার জন্য করলে চুরি
তারা কেন আজ দূরে
তোমার সম্পদ নিয়েই সবাই
দিনেই গেল সরে।
কান্না করবে আফসোস করবে
কবরে প্রতিক্ষণে
বেঁচে থাকতে ভালো হয়ে যা
বলছে গুণীজনে।